২১ বছরে প্রথম বার গ্রুপ পর্ব থেকেই বিদায় বার্সেলোনার

  স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ১০:০১ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:১২

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা। বুধবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যায় জাভি হার্নান্ডেজের দল। এই হারের ফলে ই গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল তারা। ৬ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ২১ বছরে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ বার্সেলোনা।

বায়ার্ন মিউনিখ ই গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। বেনফিকা শেষ ম্যাচ দায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলে জিতে ৮ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। সমান ম্যাচে বার্সেলোনাকে ৭ পয়েন্ট নিয়ে ছিটকে যেতে হলো।

আলিয়াঞ্জ এরিনাতে বল দখলে বায়ার্ন এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। প্রথমার্ধে স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে ছিল। তবে প্রথম গোলের জন্য বায়ার্নকে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে।

পরের মিনিটে বায়ার্ন মিউনিখ এগিয়ে যায় থমাস মুলারের গোলে। রবার্ট লেবানদভস্কির সহায়তায় মুলার পোস্টের কাছ থেকে হেডে গোল করেন। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। লেরয় সানে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

বার্সা একাধিক সুযোগ নষ্ট করে ব্যবধান কমাতে পারেনি। দিপাই-দেম্বেলেরা পারেননি স্কোর করতে। বরং বিরতির পর আরও একটি গোল হজম করেছে। ৬৩ মিনিটে আলফনসো ডেভিডসের সহায়তায় জামাল মুসিয়ালা পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করে বার্সেলোনা কে ম্যাচ থেকে ছিটকে দেন।

স্পেনের অন্যতম সেরা এই দলকে আগামীতে দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে দেখা যাবে।একই দিনে চেলসি, ম্যান ইউ ড্র করলেও জিতেছে জুভেন্টাস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত