২০২৩ বিশ্বকাপে যদি আমিই নেতৃত্ব দেই শিরোপা জেতার ঘোষণা দিয়েই যাবো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪

বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে নিজেদের প্রমাণ করে চলেছে বাংলাদেশ দল। দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোর কঠিন পরীক্ষা নেয়ার পাশাপাশি আইসিসি ইভেন্টেও চমক দেখিয়েছে টাইগাররা। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল অথবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ব্যতীত আর কোনো বড় সাফল্য মেলেনি।

তাই এবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যেতে চান টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের আগের সব আসরে বাংলাদেশ অধিনায়করা সর্বোচ্চ সেমিফাইনাল খেলার লক্ষ্যের কথা বলেছেন। এবার তা বদলে শিরোপা জেতার ঘোষণা দিয়েই বিশ্বকাপে যাবেন তামিম।

রোববার রাতে সাবেক শ্রীলঙ্কার ক্রিকেটার রাসেল আর্নল্ডের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এ কথা বলেছেন তামিম।বললেন, ‘ওয়ানডে দলকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ, আমরা অনেক বছর ধরে খেলছি বাংলাদেশের হয়ে। তবে এখনও আমাদের ক্রিকেটে আমরা বড় কিছু অর্জন করতে পারিনি। ম্যাচ-সিরিজ জিতছি বটে, কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি এখনো।’

সেই আক্ষেপ ঘোচানোর জন্য ২০২৩ বিশ্বকাপকেই পাখির চোখ করছেন তামিম। করবেনই না কেন? সে সময়ে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলটা যে জমে যাওয়ার কথা ভালোভাবেই। দেশসেরা এই ওপেনারের কথা, ‘আমি মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের দারুণ সুযোগ আছে। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে।’

বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ যতবারই গিয়েছে, ভালো খেলা, কিংবা বড়জোর সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গিয়েছে বাংলাদেশ। কখনো শিরোপার শপথ ঝরে পড়েনি কোনো অধিনায়কের কণ্ঠে। জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম। বড় কোনো পরিবর্তন না এলে হয়তো ২০২৩ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন তিনিই। সেটা যদি হয়েই যায়, তাহলে তামিম জানালেন, বিশ্বকাপে তিনি যাবেন শিরোপা জেতার ঘোষণা দিয়েই। 

সেই লাইভ অনুষ্ঠানে তামিম বললেন, ‘এর আগে প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে ‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’, এমন সব কথা। তবে ২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই, এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই যে, শিরোপা জিততে এসেছি। নেহায়েত খেলতে বা লড়াই করতে নয়, আমি চাইব শিরোপা জিততে। আপাতত এটাই ভাবছি আমি।’ 

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তামিম বলেন ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ম্যাচ জিতেছি, বড় দলগুলোকে হারিয়েছি।’

খেলাগুলো স্পোর্টিং উইকেটে হলে বিষয়টা আরও ভালো হতো বলে জানান তিনি। তার ভাষ্যমতে, ‘ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তবে আদর্শ প্রস্তুতি হতো যদি স্পোর্টিং উইকেটে খেলতে দেখতাম দলকে। কারণ বিশ্বকাপের বিষয়টাই তো আলাদা। বাংলাদেশ অবশ্য আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বিশ্বকাপে, এটা দলের জন্য বাড়তি রসদ।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত