১৬ জানুয়ারি হতে অধিবেশন, এবারও থাকবেন না সাংবাদিকরা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১

এবারও জাতীয় সংসদের অধিবেশন সাংবাদিকদের টেলিভিশন' সম্প্রচার থেকে কাভার করতে হবে৷ কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এভাবেই সাংবাদিকরা সংসদ অধিবেশন কাভার করছেন।

মঙ্গলবার(১১ জানুয়ারি) সংসদ সচিবালয় থেকে লিখিতভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি রোববার বিকেল ৪ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।


কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশন'-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত