১৫ বছর বয়সে দুইবার ধর্ষণের শিকার হয়েছি: ডেমি লোভাটো
প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:০৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯
মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভাটোর জীবনে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। তার দাবি, ডিজনি চ্যানেলের শুটিংয়ে গিয়ে মাত্র ১৫ বছর বয়সে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন।
সম্প্রতি এসএক্সএসডব্লিউ সংগীত উৎসবে 'ডেমি লোভাটো: ডান্সিং উইথ দ্য ডেভিল' তথ্যচিত্রের একটি অংশে তিনি এই চাঞ্চল্যকর দাবি জানান। তিনি বলেন, ডিজনিতে কাজ করার সময় ১৫ বছর বয়সে তাকে এক ব্যক্তি খাবারে মাদক মিশিয়ে দেয়। পরে ব্যক্তিটি ফাঁকা ঘরে নিয়ে ডেমিকে ধর্ষণ করে। পরে ডেমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে মাদকাসক্ত থাকার কারণে কোনরকম জবাব দিতে পারেননি ডেমি। ঘটনাটি তিনি চেপে যেতে বাধ্য হন। দুর্ভাগ্যবশত তারপরও ওই ধর্ষককে সবসময়ই চোখের সামনে দেখতে হয়েছে অভিনেত্রীকে।
এরপরেও ২০১৮ সালে আরও একবার ধর্ষণের স্বীকার হয়েছেন বলে ডেমি জানিয়েছেন। দ্বিতীয়বার ধর্ষণের পর ডেমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত