১৫ আগস্ট উদযাপন উপলক্ষে বাগেরহাটে ছাত্রলীগের প্রস্ততিমূলক সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১৯:৩১ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

বাগেরহাট সদর উপজেলা ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্র লীগের উদ্দোগে ১৫ই আগস্ট যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১লা আগষ্ট) সন্ধা সাড়ে সাতটায় খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ের গোল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 

ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাসেল হাওলাদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি শেখ নাঈম, বাদল শেখ, ইউনিয়ন ছাত্রলীগ কর্মী রাজু, শোভন,রাকিব, নবিন, তারিম, রানা, সাদ্দাম, ইব্রাহীম,নাঈম ,মনিরুল ,রুবেল প্রমুখ। প্রস্ততি সভায় জাতীয় শোক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং ১৫ই আগস্টের বিভিন্ন কর্ম পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহন করেন ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্র লীগের কর্মীরা। এ সময় ছাত্র লীগের কর্মীরা সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ষাট-গম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুকে ধন্যবাদ জানান । 

এর আগে প্রস্তুতি সভার পূর্বে ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা মোমবাতি প্রজ্জলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত