১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ১১ হাজার কোটি টাকারও বেশি
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ১৫:৪৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩০
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকলন্পনামন্ত্রী এমএ মান্নান এ কথা বলেন।
পরিকল্পনা কমিশন জানায়, ৪র্থ সংশোধিত আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাকা ও সেমিপাকা ব্যারাক, বহুতল ভবন, কমিউনিটি সেন্টার, সড়ক ও সুপেয় পানির উৎস তৈরি হবে। নতুন পাকাবাড়ি পাবে আড়াই লাখ গৃহহীন পরিবার। সে জন্য আশ্রয়ণ প্রকল্পে আরও প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার। সংশোধন করা হবে কয়েকটি বাড়ির নকশাও। প্রতিটি বাড়ি নির্মাণের খরচ বাড়ছে ৪০ হাজার টাকা। বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর বাইরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নতুন ২৫০টি প্লট হবে।
একনেকের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত