১০ টাকার কথা বলে চাল খাওয়াচ্ছে ৭০ টাকায়
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৫:১০ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২
নির্বাচনের আগে সরকার ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে ওয়াদা করেছিল, এখন তারা সেই চাল দেশবাসীকে ৭০ টাকা কেজি দরে খাওয়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিটি জিনিসের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতি মাসে বোতলজাত গ্যাসের দাম বাড়ছে, সাধারণ মানুষ তা কিনতে হিমশিম খাচ্ছে। চাল, ডাল, চিনিসহ বাজারে কোনো পণ্যই আর মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই। এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে সাত টাকা। আওয়ামী লীগ খাবে, পেট মোটা করবে আর দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করবে, এটাই তাদের নীতি।’
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদী সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে। পূজামণ্ডপে কোনো নিরাপত্তা দেওয়া হয় না। সরকারের মদদেই এই সাম্প্রদায়িক হামলা করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘মানুষ এখন তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সেসবও তারা প্রত্যাহার চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এদেশের মানুষ ফিরে পেতে চাইছে। তার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, এটাই সাধারণ মানুষের দাবি।’
মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পূজামণ্ডপে যে তাণ্ডব হয়েছে এটি পরিকল্পিত। সরকার নিজেদের স্বার্থের জন্য এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা, হাজীগঞ্জ, রংপুর, চট্টগ্রাম প্রতিটি জায়গায় ঘটে যাওয়া ঘটনায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল। কারণ এটা তাদের পরিকল্পিত।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত