১০২ দিন পর ভারতে সর্বনিম্ন শনাক্ত
প্রকাশ: ২৯ জুন ২০২১, ১১:৪১ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন। ভারতে ১০২ দিন পর ৪০ হাজারের নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হলো।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে মহামারি পর্বে দেশটিতে মৃত্যু হলো ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ৩২ কোটি ৯০ লাখেরও বেশি মানুষকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত