১০০ কোটি ডোজ টিকা প্রয়োগের মাইলফলক স্পর্শ করল ভারত
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১১:৫৭ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪
করোনার টিকার এক বিলিয়ন বা ১০০ কোটি ডোজ প্রয়োগের মাইলফলক স্পর্শ করেছে ভারত। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সকালে ভারত ১০০ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগের মাইলফলক স্পর্শ করে। করোনার টিকা প্রয়োগের ক্ষেত্রে ভারত সরকারের এই অর্জন নিয়ে টুইট করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া।
মানসুখ মানদাভিয়া টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন ভারত! এটা আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফসল।’
ভারত সরকার চলতি বছরের মধ্যে দেশটির প্রায় ৯৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের সবাইকে টিকার আওতায় আনতে চায়। চলতি মাসে দৈনিক গড়ে ৫০ লাখ ডোজ করে করোনার টিকা প্রয়োগ করছে ভারত।
ভারতের মোট জনসংখ্যা ১৩০ কোটি। তার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে করোনার এক ডোজ টিকা দিয়েছে ভারত সরকার। আর প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশ পূর্ণ ডোজ টিকা পেয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত