হ্যান্ডবলে আফগানদের হারালো বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ২০:৫২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১

তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমস হ্যান্ডবলে গ্রুপ পর্যায়ে কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে স্থান নির্ধারণী ম্যাচে এসে দেখা পেয়েছে সাফল্যের। আফগানিস্তানকে ৩৩-২০ গোলে হারিয়ে সপ্তম হয়েছে মিস্টি-সানজিদারা।

শুক্রবার শেষ ম্যাচে এসে বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। প্রথমার্ধে ১৭-৯ গোলে এগিয়ে ছিল। লাল-সবুজ দলের হয়ে সানজিদা আক্তার সর্বোচ্চ ৯ গোল করেছেন। এছাড়া মিস্টি আক্তার ও মোসাম্মদ মাফি ৮টি করে দলের জয়ে সহায়ক ভূমিকা পালন করেছেন।

গেমসে সপ্তম হয়ে বাংলাদেশ দলের কোচ আমজাদ হোসেন বলেছেন, ‘মেয়েরা এই প্রথম কোনও বড় পর্যায়ের খেলাতে অংশ নিয়েছে। তুরস্ক-সেনেগাল এরা বিশ্ব লেভেলে খেলে থাকে। তাদের বিপক্ষে পেরে ওঠা কঠিন ছিল। তবে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে। মেয়েদের মধ্যে সম্ভাবনাও দেখা যাচ্ছে। ঠিকমতো পরিচর্যা করলে ওরা সামনের দিকে আরও ভালো করতে পারবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত