হ্যাট্টিক জয় বাংলাদেশ নারী দলের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৩৬ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০২

নারী কমনওয়েলথ গেমস ক্রিকেট  বাছাই পর্বে হ্যাট্টিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। 

এই জয়ে ৩ খেলায় সবগুলোতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। একই চিত্র শ্রীলংকারও, তবে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা। রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ। 

আগামীকাল বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। শ্রীলংকাকে হারাতেই হারাতে পারলেই চলতি বছরের জুলাইতে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ নারী দল।  নিয়মনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দলই মূল পর্বে খেলার টিকিট পাবে।

স্বাগতিক ইংল্যান্ডের সাথে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ছয় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বার্বাডোজ।

আজ কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ডের ব্যাটারা। ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটিশরা। দলের মাত্র দুই ব্যাটার দুই অংকে পা দিতে পারেন। বাংলাদেশের সালমা খাতুন-সুরাইয়া আজমিন-নাহিদা আক্তার-সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নেন। ১টি শিকার ছিলো রিতু মনির। 

মাত্র ৭৮ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার শামিমা সুলতানা। খালি হাতে ফিরেন তিনি। এরপর ৭৮ রানের জুটি গড়ে  ২৮ বল বাকী রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুরশিদা খাতুন ও ফারজানা হক। 

মুরশিদা ৫৫ বলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ৩৬ বলে অপরাজিত ২০ রান করেন ফারজানা। ম্যাচ সেরা হন মুরশিদা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত