হ্যাটট্রিক জয়ে বাংলাদেশকে টপকে গেলো থাইল্যান্ডের নারী দল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ১৫:২০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৩৫

চলতি নারী এশিয়া কাপে একের পর এক চমক দেখিয়েই চলেছে থাইল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে পরাজয় দিয়ে আসর শুরু করার পর, এবার টানা তিন জয়ে সেমিফাইনালে খেলার জোরালো সম্ভাবনা জাগিয়েছে এশিয়ার নারী ক্রিকেটের উদীয়মান দলটি।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিক বাংলাদেশকে টপকে গেছে থাই মেয়েরা। বাংলাদেশ চার ম্যাচে দুই জয়ে পেয়েছে চার পয়েন্ট।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে থাইল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন নান্নাপাট কোনচারোয়েঙ্কাই। এছাড়া অধিনায়ক নারুইমল চাওয়াই ২৮ ও চানিদা সুত্থিরুয়াংয়ের ব্যাট থেকে আসে ২৪ রান।

পরে ১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ৬৫ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। নারী এশিয়া কাপে ৫০ রানের এ জয়ই থাইল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানের জয়। বল হাতে ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট নিয়েছেন থিপাচা পুত্থাউঙ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত