হোয়াইটওয়াশে শেষ হলো টাইগ্রেসদের ক্যারিবীয় সফর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ |  আপডেট  : ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে শেষ হওয়া সফরের সর্বশেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে  ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা।

ওয়ার্নার পার্কে তিনটি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্যে পৌঁছে যায় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই।

পুঁজি কম থাকলেও ভালো লড়াই-ই করেছেন বাংলাদেশের বোলাররা। অফ স্পিনার সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুই ক্যারিবীয় ওপেনারকে তুলে নেন ২৬ রানের মধ্যে। আগের দুই ম্যাচে ৫১ ও ৪৯ রান করা দিয়েন্দ্রা ডট্রিনও বেশি ক্ষণ টিকতে পারেননি। রাবেয়া খানের বলে ফাহিমাকে ক্যাচ দেন ১২ বলে ১০ রান করে।

একপর্যায়ে টানা তিন ওভারে উইকেট হারিয়ে ৬১ রানে ৫ উইকেটে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তবে লক্ষ্য ছোট থাকায় ষষ্ঠ উইকেটে দেখেশুনে খেলে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফেলেন সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)।

এর আগে বাংলাদেশ দল ওপেনিং জুটিতে ৩.৩ ওভারে ২৪ রান তুললেও এরপর খেই হারিয়ে ফেলে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পথে রানের গতিও কমতে থাকে। শেষ ওভারে শেষ বলে রানআউট হওয়ার আগে অধিনায়ক নিগার করেন সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান। এ ছাড়া দুই ওপেনার দিলারা আক্তার (১৬ বলে ২১) ও মুর্শিদা খাতুন (১২ বলে ১৩) ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু তাজ নেহার (১০ বলে ১০)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের শেষ ম্যাচের হারটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা নবম। ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার আগে ডিসেম্বরে মিরপুরে আয়ারল্যান্ড নারী দলের কাছেও টানা তিন ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তার আগে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের শেষ তিন ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়েন নিগাররা।

অবশ্য বাংলাদেশ দল এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করার লক্ষ্য নিয়ে। তিন ম্যাচের সিরিজ থেকে তিন পয়েন্ট পেলেই সেটা সম্ভব হতো। তবে তিনটির দুটিতে হেরে সেই সম্ভাবনাও নষ্ট হয়েছে। নেমে যেতে হয়েছে বাছাইপর্বে।

অপরদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করেছে বাংলাদেশের মেয়েরা। তবে ফরম্যাটটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরে তারা সেই সুযোগ আগেই হাতছাড়া করে। ওয়ানডেতে একটি ম্যাচ জিতলেও, টি-টোয়েন্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত