হোমের শিশুদের সাথে নিজের জন্মদিন পালন করলেন প্রসেনজিৎ 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ১১:১৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮

এইচআইভি আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে নিজের জন্মদিন পালন করলেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।করোনা মহামারীর জন্য গত দুই বছর ব্যতিক্রম হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারের জন্মদিনে ‘আপনজন’ হোমে হাজির হন তিনি। এ হোমটির অবস্থান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে।

প্রতি বছরের মতোই এবারও ৩০ সেপ্টেম্বর শিশুদের হাতে পায়েস খেয়ে ও কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন তিনি। এছাড়াও এদিন নিজের হাতে এই হোমের শিশুদের দুপুরের খাবার পরিবেশন করেন টালিগঞ্জের জনপ্রিয় এ অভিনেতা। পাশাপাশি এই হোমের শিশুরা তাদের প্রিয় বুম্বাদাকে জন্মদিনের উপহারও তুলে দেন।

বেশ কয়েক বছর ধরেই নিজের জন্মদিন এই হোমের শিশুদের সাথে পালন করেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‌‘গত দু’বছর করোনার কারণে আসতে পারিনি। কিন্তু কলকাতায় থাকলে আমি প্রতিবছর চেষ্টা করি এখানে এসে বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর। কারণ এটা আমার নিজের ভালোলাগার জায়গা’।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত