হোটেল না গিয়ে সরাসরি বাসায় ফিরলেন ক্রিকেটাররা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ মে ২০২১, ২১:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুরুতে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করার কথা থাকলেও সিদ্ধান্ত পাল্টেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হোম কোয়ারেন্টিন করতে হচ্ছে ক্রিকেটারদের। ফলে বিমানবন্দর থেকে হোটেল না গিয়ে সরাসরি নিজ নিজ বাসায় গিয়েছেন ক্রিকেটাররা।

খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য। শেষ পর্যন্ত সফল হয়েছে বিসিবি। ফলে কষ্ট করে আর পরিবার ছেড়ে থাকতে হচ্ছে না তামিম-মুশফিকদের। ক্রিকেটারদের হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরে টেস্ট দল। অন্য দেশ থেকে ফেরায় তাদের থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘বাংলাদেশ দলের সদস্যরা হোম কোয়ারেন্টিনে থাকছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনায় এই সিদ্ধান্ত এসেছে।’

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট টেস্ট দলকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেটারদের হোটেলে রাখার কথা জানা গিয়েছিল। যদিও শ্রীলঙ্কা থেকে ফিরে মুমিনুল হকরা যেন বাড়ি ফিরতে পারবেন, সেই চেষ্টা আগে থেকেই চালিয়ে যাচ্ছিল বিসিবি।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে মুখাপেক্ষী হয়েছি যে, দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা কী থাকবে বা কতদিনের কোয়ারেন্টিন করতে হবে। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য অধিদফতরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। তারা এ ব্যাপারে কোনও ভূমিকা নিলে ক্রিকেটারদের আমরা হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছেড়েছিল মুমিনুলরা। দ্বীপ দেশটিতে গিয়ে সাত দিন কোয়ারেন্টিন শেষে মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। এরপর ক্যান্ডিতে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হলেও দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত