হেমন্তে এলেই ---

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১১:৫৫ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯

মালিহা পারভীন 
------------------


হেমন্ত এলে হিমের আংগুল ধ'রে নেমে আসে কবোষ্ণ বিকেল ধীরে  - 
মুখস্ত করি ধারাপাত যাপিত জীবনের।
নিঃশব্দ মিহিন শিশিরে যখন সন্ধ্যা নামে,
রাতের বারান্দায় মেলি দুঃখের সফেদ চাদর।

হেমন্ত এলেই শৈশব ভিজাই শিশির জলে,
জাফরান প্রেম জ্বালি শিউলির ঘ্রাণে।
হেমন্ত এলে শুন্যতার উঠোনে লুকুচুরি সরল স্মৃতির,
ক্ষনিক আয়ুর শর্তহীন প্রেম সোনালী রোদের।

হেমন্ত এলেই বুকের মধ্যে মায়ার সিম্ফনি,
উড়াই অচিন ঘুড়ি অলীক ঠিকানায়।
হেমন্ত এলেই ছুঁই বিরহ হ্যামলক অমৃত জ্ঞানে
জীবন ফেরি করি জীবনের নিঃশব্দ কোলাহলে।

হেমন্ত এলেই পলিজ মাটির ঘ্রাণ নিয়ে বলি,

আঅর্থহীন এ জন্মও তবে মন্দ নয় !
ভোরের আলোয় শস্যস্নানে ডুবে যেয়ে বলি-
আহা কি সুন্দর এই বেঁচে থাকা!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত