হেফাজতের ভারপ্রাপ্ত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ০৯:৫০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫

হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।  মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সোয়া এগারটায় হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরেশদ বিন নুর গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,সংগঠনের শুরা বৈঠক হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে নেয়ার পথে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়।হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে তার বিশাল  নামায়ে জানাযা সম্পন্ন হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত