হেঁচকি নিয়ে হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১২:০১ |  আপডেট  : ২ মে ২০২৫, ১৮:০৮

একটানা ১০ দিন হেঁচকি উঠায় ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্রের পরীক্ষা করানোর জন্য তাকে সাও পাওলোতে একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এক টুইটবার্তায় বলসোনারো বলেছেন, ঈশ্বর চাইলে শিগগিরই তিনি ফিরে আসবেন।

২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার পর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে।

ওই হামলায় গুরুতর আহত হলে বলসোনারোর শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত