হৃৎপিণ্ড
প্রকাশ: ১২ মে ২০২১, ০৯:২০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩
আমরা কিভাবে বেঁচে আাছি দেখে যাও
বৃক্ষ বাঁচলে যে আমরাও বাঁচি,কেউ তা
বোঝেনা । ' চোখ খোলা তবু চোখ বুজে
আছি '।পথ চলে গ্যাছে পথের ওপারে
দম চলে গেলে আমরাও যে বৃক্ষের মতো
মৃত শেকড়হীন অচেনা ধূসর অস্বিত্বহীন
মরা পাতার মতো গোত্রহীন। ছেঁড়া খোঁড়া
আলোহীন নির্মম জগৎ সংসারে কারো
কোনো মূল্য নেই।যে যার মতো হতে হতে
চলে এলো মহামারি এখন বাঁচো অথবা
মরো তাও তোমার ব্যাপার। যে শহরে
বায়ু নেই নদী নেই কেবল ইট পাথরের
ছাউনি থেতলে যায় মানুষের হৃৎপিণ্ড
পড়ে থাকে মৃত পাখির ছানা ! সে শহর
কী কখনো আমার ছিল?আমাদের ছিল?
কে সেই হন্তারক ? উদ্যান খেয়ে ফ্যালে!
ধর্ম ও মর্ম পেছনে ফেলে শুরু হলো বৃক্ষ
নিধন এবার!একোন সর্বভুক বৃক্ষ খায়?
আগুন খায় ভূমি ও শেকড় খায় মানুষের
হৃৎপিণ্ড খায়? হু হু করে উছলে উঠছে
শোক।প্রকৃতির অভিশাপে মানুষ ঠিকই
একদিন দম বন্ধ হয়ে ভূমিশয্যা নেবে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত