হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৪, ১৩:০০ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৫
অধ্যাপক হুমায়ুন আজাদকে ২০০৪ সালে হত্যায় সরাসরি জড়িত ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাদিয়া জুঁই এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্ম ওরফে সাবু ওরফে শামীমকে এটিইউ গ্রেপ্তার করেছে। জেএমবি নেতা সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে, গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। অধ্যাপক আজাদ জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুপুরে এটিইউ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত