হুইল চেয়ার পেয়ে খুশি শেফালী-মামুনুর
প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১৯:১০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৭
সুস্থ সবল ভাবে জন্মগ্রহণ করার পরেও ভাগ্যের নির্মম পরিহাসে উপজেলার সাঁওইল গ্রামের দরিদ্র শেফালী বিবি ও শালগ্রামের মামুনুর রশিদ বাবু শারীরিক প্রতিবন্ধি। দু’জনই আজ অন্য স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতে পারে না। এমন দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তারা হুইল চেয়ার পেয়ে খুব খুশি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান রাবু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য হেলাল উদ্দীন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত