হারাগাছ পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৯:২৮ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২১

কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার সারাই আমবাগান চত্বরে পৌর মেয়রের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। 

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ উপলক্ষে আলোচনা সভা পৌর মেয়র এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রংপুর আসিব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, নীলফারী পৌর মেয়র দেওয়ান কামাল, ঠাকুর গাঁও পৌর মেয়র আঞ্জুমানআরা বন্না, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রেজাউল করিম, সাহিত্যিক ও ইতিহাস বিদ আবুল কাসেম, শিক্ষক মোবাকখারুল ইসলাম মিলন প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত