হারাগাছে সহীদ শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর আর নেই
প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৮:৪৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪১
কাউনিয়ার হারাগাছ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সহীদ শিল্প গোষ্ঠীর ব্যাবস্থপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আলমগীর হোসেন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় গত সোমবার ভোরে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি------রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি স্ত্রী ৩ কন্যা, আত্মীয় স্বজন সহ বহু বন্ধু বান্ধব রেখে গেছেন।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান। গত মঙ্গলবার রাতে হারাগাছ হাইস্কুল মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি কাউনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠুর বড় ভাই। আলহাজ্ব আলমগীর হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত