হারাগাছে মরা তিস্তা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১৭:০৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৮:৪২
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে শুক্রবার দুপুরে মরা তিস্তা নদীতে ডুবে আব্দুর রাকিব (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনা স্থল থেকে ৫০০ গজ ভাটিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে তার স্বজনরা।
পারিবারিক সূত্রে জানাগেছে রাকিব তার পিতা মবিন মিয়ার সাথে শুক্রবার নদীর পাড়ে ধান ক্ষেত নিড়াতে যায়। দুপুরে পিতার জন্য ভাত আনতে নদীতে হাটু পানি পার হয়ে যাওয়ার সময় নদীর বালু তোলা গভীর খাদে পরে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। স্বজনরা শুক্রবার রাত পর্যন্ত নদীতে খোঁজা খুঁজি করে লাশের সন্ধান পায়নি। পরে শনিবার সকালে হারাগাছ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দেয়া হয়। তারা আসার পূর্বেই ঘটনা স্থল থেকে ৫০০ গজ ভাটিতে সকালে নদীতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে তার স্বজনরা। রাকিব ধুমেরকুঠি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে নাজিরদহ (শিশু বাড়ী) গ্রামের মোঃ মবিন মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত