হারাগাছে জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হামলায় ভাই সহ আহত-৩
প্রকাশ: ২২ মে ২০২১, ১৬:১৫ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে ভাইয়ের হামলায় ভাই সহ ২ মহিলা আহত হয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস গ্রামের বাসিন্দা আব্দুস সালাম তার বসত ভিটার পাশে কাঁচা পায়খানা নির্মাণ করার সময় তার ভাই গালিগালাজ শুরু করে। এ সময় সে তাকে কেন গালিগালাজ করা হচ্ছে তার কারণ জানতে চাইলে ঘটনার দিন গত বৃহস্পতিবার ভাই আইয়ুব আলী, ভাতিজা আয়নাল হোসেন সহ পরিবারের ৯ সদস্য একত্রিত হয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আঃ সালাম কে ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং এলোপাতাড়ি মারপিট করে। তার আত্ম চিৎকারে স্ত্রী মন্জু বেগম (৪০) ও কন্যা সামছুন্নাহার শ্যামলী (২৩) তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকে ও মারপিট করে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় সালাম কে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ওসি মাসুমুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত