হারাগাছে আলোর মিছিল স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১০:২৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের বকুল তলা বাজারের সন্নিকটে মানসম্মত শিক্ষা প্রসারের প্রত্যয় নিয়ে আলোর মিছিল স্কুলের ২০২২ সালে জানুয়ারি মাসে যাত্রা শুরু নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোর মিছিলের উপদেষ্টা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, হারাগাছ আশরান ইন্টার ন্যাশনাল স্কুলের পরিচালক এ আর এম মুজিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী, সমাজ সেবক ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া, হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম আলী, বক্তব্য রাখেন নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান সেলিম, মশিয়ার রহমান ও আলোর মিছিল স্কুলের পরিচালক ও কারমাইকেল কলেজের প্রভাষক মোঃ রিপন মিয়া প্রমূখ।
স্কুল টি গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে মানসম্মত ও ডিজিটাল শিক্ষা, যোগাযোগ, প্রকৃতি ও পরিবেশ, সততা, উন্নত আচরণ, নিয়মানুবর্তিতা, অধ্যাবসায়, সকল মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, নীতি নৈতিকতা সম্পন্ন উন্নত মন ও মানের মানুষ তৈরির বাসনা নিয়ে প্রতিষ্ঠা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত