হামলা ও সহিংসতার ঘটনায় সরকারকে দায়ী করে বিভিন্ন দূতাবাসে বিএনপির চিঠি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১১:১৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
২৮ অক্টোবর দলীয় শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।
সোমবার (৩০ অক্টোবর) সকালে দূতাবাসগুলোতে এই চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র।
বিএনপির সূত্রে জানা যায়, মহাসমাবেশস্থল থেকে দূরে কোনও এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে যেভাবে মহাসমাবেশকে পণ্ড করা হয়েছে তা বর্ণনা আকারে বিভিন্ন দেশের দূতাবাসে অবহিত করেছে বিএনপি। যেখানে বিএনপির পক্ষ হতে নানা প্রমাণ ও যুক্তি দেওয়া হয়েছে।
আরও জানা যায়, মহাসমাবেশের মঞ্চ পর্যন্ত রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে সব কিছু তছনছ করা, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হুমকিমূলক কথা– হেফাজতের শাপলা চত্বরের মতো অবস্থা করা হবে ও সমাবেশের দিনের চিত্রের মধ্যে যে মিল, আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড, সমাবেশ পণ্ড সব কিছু বিস্তারিত পয়েন্ট আকারে জমা দেওয়া হয়েছে।
এছাড়া কোন পরিপ্রেক্ষিতে বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে তারও ব্যখ্যা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত