হাফিজ উদ্দিন বিআরডিবি এর চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৪
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বুধবার কাউনিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র সমিতির চেয়ারম্যান পদে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীক নিয়ে আব্দুল বারেক পেয়েছেন ২৩ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ইকবাল হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ময়েন উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষন করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে বিআরডিবির অফিস চত্বরে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৫৯ জন ভোটের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত