'হানিমুনের জন্য আমি মনে করি এটি বেস্ট জায়গা'

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩

মালদ্বীপের হুরুলহি দ্বীপ। মূল শহর থেকে সি–প্লেনে আধা ঘণ্টার পথ এই দ্বীপ। দ্বীপের চারধার দিয়ে সমুদ্রের নীলজল, মাঝখানে একটি অবকাশকেন্দ্র। আর সেই অবকাশকেন্দ্রেই স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমার সময় কাটাচ্ছেন ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম। বুধবার সন্ধ্যায় নানা ভঙ্গিমায় তার কিছু স্থির চিত্র প্রকাশ করেছেন তাঁর ফেসবুকে।

এসব ছবি দেখে মিমের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথম আলোকে মিম জানান, শুটিং বা ঘুরতে পৃথিবীর অনেক জায়গায় গেছেন, কিন্তু এত সুন্দর ও শান্ত ছবির মতো জায়গায় আর দেখা হয়নি তাঁর। তিনি বলেন, ‘হানিমুনের জন্য আমি মনে করি এটি বেস্ট জায়গা। চারদিকে সমুদ্র। সমুদ্রের মাঝে অনেক দূরে দূরে একেকটা বিচ্ছিন্ন দ্বীপ। কী স্বচ্ছ পানি! পুরো নীল আকাশ যেন সেই পানিতে ডুবে থাকে। সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা আর দেখা হয়নি আমার। সময়টা খুবই উপভোগ করছি আমরা।’

মিম জানান, ঢাকায় কাজ না থাকলে ঘুম থেকে উঠতে দেরি হয়। কিন্তু এখানে ভোরেই ভেঙে যায় ঘুম। উঠে ঘোরাঘুরি শুরু হয়ে যায় মিমদের। বলেন, ‘সমুদ্রের ঢেউয়ের শব্দ আর পাখির ডাকে সকাল সকালই ঘুম ভেঙে যায়। প্রায় দুই-তিন ঘণ্টা সমুদ্রে সাঁতার কাটি। এরপর নাশতা করে আবার বেরিয়ে পড়ি। সুন্দর সুন্দর জায়গায় দুজন দুজনের ছবি তুলি। দ্বীপটিকে ঘিরে একটা মায়াবী ব্যাপার আছে।’

নিরিবিলি এই দ্বীপটিতে দারুণ সময় কাটছে মিমদের। বলেন, ‘অন্য কোথাও ঘুরতে গেলে সব সময়ই শপিং করা হয়, সিনেমা দেখতে যাই। কিন্তু এখানে সেই সুযোগ নেই। দ্বীপে খাওয়াদাওয়া আর ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ নেই। লোকসংখ্যাও কম। এই কয়দিনে আমরা ছাড়া কোনো বাঙালিকে দেখিনি।’

এত সুন্দর জায়গার লোভ সামলাতে পারেননি এই নতুন দম্পতি। তাই সুন্দর সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তগুলো বন্দী করে রাখতে পেশাদার ফটোগ্রাফার দিয়ে নিজেদের ছবিও তুলছেন ঘণ্টার পর ঘণ্টা। মিম বলেন, ‘ (বুধবার) তিন ঘণ্টার জন্য একজন ফটোগ্রাফার ভাড়া করেছিলাম। আমরা চারটি ড্রেস পরিবর্তন করে ছবি তুলেছি। ছবিগুলো অ্যালবামে রেখে দেব। আজ ক্যান্ডেল নাইট ডিনার আছে আমাদের। তারও ছবি তুলে রাখব।’

মঙ্গলবার সকালে মধুচন্দ্রিমার উদ্দেশে৵ ঢাকা ছাড়েন মিম ও সনি পোদ্দার। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তাঁরা। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম, ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত