হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির লাশ উদ্ধার
প্রকাশ: ৮ জুন ২০২২, ১২:২০ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৩
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) সকালে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গুলশান থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতের পেটে ছুরির আঘাত রয়েছে। কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল বারির মৃত্যু হতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত