হাঁটা যাবে না পদ্মা সেতুতে, চলবে না সাইকেলও
প্রকাশ: ৩০ মে ২০২২, ১৪:৩২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪
উদ্বোধনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে পদ্মা সেতু নিয়ে উত্তেজনাও তত বাড়ছে। বিশেষ করে সেতুর চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যেসব জেলার মানুষ বেশি উপকৃত হবেন তাদের আনন্দ আর আটকে রাখা যাচ্ছে না। কারণ নাড়ির টানে বাড়ি ফিরতে আর ঘণ্টার পর ঘণ্টা পদ্মার পারে অপেক্ষায় থাকতে হবে না তাদের। মাত্র কয়েক মিনিটে পার হওয়া যাবে প্রমত্তা পদ্মা।
তবে কেউ হয়তো মনে মনে কল্পনা করে থাকতে পারেন পায়ে হেঁটে পাড়ি দেবেন স্বপ্নের সেতু। অথবা সাইকেলে করেও কেউ কেউ সেতু পার হওয়ার চিন্তা করেছেন। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ!
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পায়ে হেঁটে সেতু পার হওয়ার সুযোগ যেমন নেই। সাইকেল নিয়ে ওঠার সুযোগ রাখা হয়নি।
আগামী ২৫ জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে দেশের দীর্ঘতম সেতুটি। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা বলেন, পায়ে হেঁটে সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কেউ সাইকেল নিয়েও পার হতে পারবে না। সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন পার হতে পারবে ও টোল কত সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সাইকেলের কথাও উল্লেখ নেই।
পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে সেতু পার হওয়ার ব্যবস্থা না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে এই কর্মকর্তা বলেন, সেতুর ওপর দিয়ে গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব কথা বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রোববার পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার আগে সেতু পার হতে যানবাহনের টোলের পরিমাণও গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা ও টেইলর (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত