হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১৪:২২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:৩৩
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৩ নভেম্বর) সোমবার বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা শেষে ভবন দু’টি উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পাভেল সাহবুদ্দিন ও সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শামীম ফরাজী।
এছাড়া উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, এ্যাবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান শিপন, হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন সরদার, রোমেল শেখ, মেহেদী হাসান শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোড়ল, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) মনোজ খান, মাহাবুব তালুকদার, মহিম মৃধা, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, সহ সভাপতি অলিউল অলি, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক মর্তুজা খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাশার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বকুল খান, মিজানুর রহমান তারা, বাশার খান, দেলোয়ার হোসেন, লিংকন হাওলাদার, মোল্লা জসিম পল্টু প্রমুখ।
আলোচনা সভা শেষে নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত