হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহন্মদ আলী আর নেই

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২২ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৭

লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির কার্য নির্বাহি সদস্য আহমদ আলী গতকাল রাতে ঢাকায় মৃত্যু বরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯। তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন।

৭৫ পরবর্তী লৌহজংয়ের আওয়ামী লীগের রাজনীতিতে তার সাহসী ভূমিকা ছিলো প্রশংসনীয়।তিনি তৎকালীন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেনের সহকর্মী হিসাবে সংগঠন গড়ে তোলায় বিরাট ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার সাধারন সম্পাদক আঃ রশিদ শিকদার, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম খান, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, হলদিয়া জাগরনী সংঘের সভাপতি কেএম শহিদুল ইসলাম মনোজ সাধারণ সম্পাদক বিএম শোয়েব, হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অলক কুমার মিত্র ও সাধারন সম্পাদক খান নজরুল ইসলাম হান্নানগভীর শোক প্রকাশ করেন।    

আজ (রবিবার) সকাল ১০টায় হলদিয়া শাহাবা ঈদগাঁ মাঠে জানাজা শেষে সাতঘরিয়া কবরের স্থানে তাকে দাফন করা হয়।
                                                                

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত