হলদিয়ায় লোকনাথ মন্দিরে বিগ্রহ স্থাপন ও ১৩১ তম তিরোধান বার্ষিকী পালন
প্রকাশ: ৩ জুন ২০২১, ১২:০১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:০০
লৌহজংয়ের হলদিয়া পুজা অঙ্গনে হলদিয়া - কারপাশা সর্বজনীন পুজা সংসদের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারীর ১৩১ তম তিরোধান দিবস উপলক্ষে লোকনাথ মন্দির উদ্বোধন করা হয়। মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর পাথরের মূর্তি স্হাপন করেন বাবু নারায়ন চন্দ্র সরকারের পরিবার।
এ উপলক্ষে পুজা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতাড়ন করা হয়। হলদিয়া কারপাশা পুজা সংসদের সভাপতি বাবু উত্তম ঘোষ ও সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস বিন্দু পুজা সংসদের পক্ষে সকল ভক্ত ও বিগ্রহ স্হাপন পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত