হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, প্রত্যর্পণের অনুরোধ যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪

অবৈধ মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে। আটকের কয়েক ঘণ্টা আগেই আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুরোধের পরই রাজধানীর নিজ বাসা থেকে সাবেক প্রেসিডেন্টকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশ রাজধানী তেগুচিগালপায় তার বাড়ি ঘিরে রাখে।

প্রায় এক ঘণ্টা পর এক পর্যায়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আত্মসমর্পণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। পরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। সূত্র: বিবিসি ও আলজাজিরা

হার্নান্দেজ ২০১৪ সাল থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এই মাদক পাচারকারী চক্রে তার ছোট ভাই টনি হার্নান্দেজও সম্পৃক্ত। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল তার ভাইকে। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

টনি হার্নান্দেজের বিচার চলাকালে প্রসিকিউটর অভিযোগ আনেন যে মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চ্যাপো’ গুজমান ব্যক্তিগতভাবে টনি হার্নান্দেজকে ১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলেন। তিনি দাবি করেন সেই অর্থ ঘুষ হিসেবে দেয়া হয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেন, আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন। যা ব্যবহার করেছেন রাজনৈতিক প্রচারণায়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত