হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১১:৪০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২৬

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন।শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসার কথা ছিল তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মহাসচিবের অফিস থেকে শুক্রবার রাতেই জানিয়ে দেওয়া হয়, তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। তবে সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে পুনরায় নির্ধারিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসার কথা ছিল ওআইসি মহাসচিবের। ঢাকা সফরের প্রথম দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও নির্ধারিত ছিল। এছাড়া তার প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকও করার কথা ছিল।

উল্লেখ্য, হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই ছিল তার প্রথম সফর।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত