হজের আনুষ্ঠানিকতা শুরু আজ থেকে
প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৯:৫৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৩
হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শনিবার (১৭ জুলাই)। মিনার উদ্দেশে রওয়ানা হবেন হজযাত্রীরা। আগামীকাল রোববার (১৮ জুলাই) সারাদিন সেখানে কাটাবেন তারা।
সোমবার (১৯ জুলাই) ফজরের নামাজের রওয়ানা হবেন ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সেখানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত।
আরাফার দিনটিকেই মূলত হজ বলা হয়। এদিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন, কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি।
পরদিন মঙ্গলবার (২০ জুলাই) পশু কোরবানি করবেন হাজিরা।
বৈশ্বিক মহামারির কারণে এবারও সীমিত পরিসরে হজ পালিত হবে। এছাড়া বহির্বিশ্বের কেউ সুযোগ না পেলেও, সৌদিতে থাকা ১৫০ দেশের নাগরিকসহ অংশ নিচ্ছেন ৬০ হাজার জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত