টঙ্গিবাড়ী আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের

সড়ক পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন  দৃশ্যমান হবে আগামী বছর

  কাজী দীপু, টঙ্গিবাড়ী থেকে ফিরে

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৯:৩৫ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৮:২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে আগামী বছর। সেই সুদিনের অপেক্ষায় আছে সরকার। ডাবল ডেকার পদ্মা সেতু পেতে যাচ্ছে মুন্সীগঞ্জবাসী। যেখানে সড়কও আছে রেলও আছে। আগামী শুক্রবার কর্ণফুলি টানেলের প্রথম টিউব সমাপ্ত হবে। একই দিন দ্বিাতীয় টিউবের কাজও সমাপ্ত হবে। পদ্মা সেতুর সঙ্গে এ কর্নফুলি টানেলও উদ্বোধন হবে। 

বুধবার বিকেলে মুন্সীগঞ্জের আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাংগঠনিক কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পাশাপাশি দেশের বিপন্ন মানুষের পাশে দাড়িয়েছেন। এমনকি করোনা মমহামারি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রন করেছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বছর বিএনপি নেতারা চোখে অন্ধকার দেখবে। কেননা, আগামী বছর পদ্মা সেতু, মেট্রো রেল, চট্টগ্রাম বঙ্গবন্ধু মুজিব কর্ণফুলি টানেল, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস রেপিট ট্রানজিট ও বিআরটিএ’র ৪টি মেগা প্রকল্প উদ্বোধন করা হবে। এরপরই বিএনপি নেতারা চোখের সামনে অন্ধকার দেখবে, জনগনের কাছে ভোট চাইবে কী ?

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির আলোচনায় বসতে চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি আলোচনায় বসতে চায়। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচানায় বসার কোনো প্রয়োজন নেই। কেননা, ‘নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সবকিছু। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে এবং কমিশনকে একটি স্বাধীন, কর্তৃত্বপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে’।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এক সময় মুন্সীগঞ্জ ছিল বিএনপির ঘাটি এবং ৭৫ পরবর্তী বিএনপির শাসনামলে এ জেলার কোনো উন্নয়ন করেনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুন্সীগঞ্জের ১২০টি বেইলী ব্রিজ ভেঙ্গে আরসিসি পিলারে কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই ফলশ্রুতিতে ইতিমধ্যে ৫৭ টি কংক্রিটের সেতু নির্মাণ শেষে তা জনগনের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে আরও ৪৮টি সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী বছর এসব সেতু উদ্বোধন করা হবে।

পদ্মা সেতু প্রসঙ্গে সেতু মন্ত্রী বলেন, আগামী নভেম্বর মাসে পদ্মা সেতুর পিচ ঢালাই শুরু হবে। আগামী বছরের জুনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্ধোধন করবেন।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযূদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি।  

টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম বারেক আল আসাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধন আওয়ামী লীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আ'লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ প্রমুখ।

এদিকে প্রথম অধিবেশন শুরুর আগে বুধবার বেলা সোয়া ১১ টার দিকে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিকেলে পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে দ্বিতীয় অধিবেশন শুরু হয় কাউন্সিলরদের নিয়ে।

টঙ্গিবা  ড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী এস এম হাফিজ আল আসাদ সমকালকে বলেন, দীর্ঘ ৯ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১২ সালে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত