সড়ক দখল করে খড় ও ধান শুকানোয় দুর্ঘটনার আশঙ্কা
প্রকাশ: ১৪ মে ২০২৩, ১৬:৩৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
বগুড়ার আদমদীঘির উপজেলার আঞ্চলিক সড়ক গুলোর বিভিন্ন স্থানে রাস্তা দখল করে ধান, খড় শুকানো হচ্ছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট যানবাহন ও পথচারীদের। ধানের খড় পিচ্ছিল হওয়ায় সামান্য কারণে দুর্ঘটনার আশংকায় রয়েছেন যানবাহন চালকেরা। রাস্তার উপরে ইরি-বোরো ধান কাটা-মাড়া ও খড় শুকানো পুরোদমে শুরু হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় ঘটছে দুর্ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, কৃষকরা বাধাহীন ভাবে পাকা রাস্তার উপরে ধান, খড় শুকানো কাজ করছে। ধানের খড় অতীব পিচ্ছিল হওয়ায় সামান্য কারণে যানবাহন পিছলে ভয়াবহ দূর্ঘটনা শিকার হয় বলে জানিছেনে ভুক্তভোগী সিএনজি,অটোচার্জার,টমটম,চার্জারভ্যান,মোটর সাইকেল,বাইসাইকেল চালকরা। চালকরা বলেন, রাস্তার উপরে ধান খড় শুকানোয় যাত্রী নিয়ে চলাচল দূরহ হয়ে পড়েছে। কৃষক-কৃষানী সহ তাদের লোকজনরা ঠিকমত সাইড দিতে চায়না। ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। অতীব কষ্ট করে গাড়ী চালাতে হচ্ছে। এসব ধান-খড় রাস্তায় দেয়ায় সামান্য পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে গাড়ী পিছলে যাচ্ছে।
রাস্তায় ধান শুকানো কৃষক-কৃষানীরা বলেন, বাড়িতে ধান মাড়াইয়ের পর্যাপ্ত জায়গা না থাকায় এ সময়টাতে অনেকটা বাধ্য হয়ে এ অন্যায় কাজ করতে হচ্ছে। অনেকে বকাবকি করলেও কানে শুনতে হচ্ছে। প্রশাসনিক ভাবে কোন পদক্ষেপ না থাকায় রাস্তায় ধান ও খড় শুকানোর প্রবণতা দিন দিন বাড়িয়েই চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত