স্যামসনের সেঞ্চুরির পর স্পিন দাপটে ভারতের বড় জয়
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪, ১০:৪৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫
ঘরের মাটিতে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে হারানোর পর এবার দক্ষিণ আফ্রিকা সফরে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল সূর্যকুমার যাদবের দল। আগে ব্যাত করতে নেমে স্বাগতিক বোলারদের বিপক্ষে রীতিমত তাণ্ডব চালিয়েছেন সাঞ্জু স্যামসন। তার ৪৭ বলে করা শতকে ২০ ওভারে ২০২ রানের সংগ্রহ গড়ে ভারত, লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৪১ রানেই।
ভারতকে বিশ্বকাপ জেতানোর পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এখন দলে তার পরিবর্তে ওপেনার হিসেবে জায়গা পাওয়ার দৌড়ে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে স্যামসন যে লড়াইয়ে এগিয়ে আছেন তারই প্রমাণ তিনি দিয়েছেন আরও একবার।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন স্যামসন, ৪৭ বলে ৮ ছক্কা ও ১১ চারে ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি, এরপর এবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই তিনি করলেন সেঞ্চুরি, এবার শতক হাঁকিয়েছেন ৪৭ বলে। টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করা কেবল চতুর্থ ব্যাটার হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন স্যামসন। দলীয় ২৪ রানে অভিষে শর্মা আউট হলেও স্যামসন পথ দেখিয়েছেন ভারতকে, ক্যামিও ইনিংসে তাকে সঙ্গ দিয়েছেন সূর্যকুমার, তিলক ভার্মারা। সূর্য ও তিলকের সঙ্গে যথাক্রমে ৬৬ ও ৭৭ রানের জুটি গড়েছিলেন স্যামসন।
৫০ বলে ৭ চার আর ১০ ছয়ে ১০৭ রান করে আউট হন স্যামসন, এছাড়া ১৭ বলে ২১ ও ১৮ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেছেন সূর্য ও তিলক। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ গড়ে ভারত।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলটির হাল ধরতে পারেননি আর কেউই। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। প্রোতিয়াদের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেছেন হেইনরিখ ক্লাসেন। শেষ পর্যন্ত স্বাগতিকরা ১৪১ রানে অল আউট হলে ৬১ রানের জয় পায় ভারত। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও রবী বিষ্ণৈ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত