‘স্মার্ট বাংলাদেশ’ স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১২:৩৮ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯
২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পদক্ষেপ উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) গণভবনে এক অনুষ্ঠানে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও স্যুভেনির অবমুক্ত করেন।
এসময় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংগঠনে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট স্যুভেনির শিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বিশেষ সীলমোহর ব্যবহার করেন।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশনে বাংলাদেশের সদস্যপদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)
ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড বিক্রি করা হবে এবং পরে অন্যান্য জিপিওতে ও সারাদেশে প্রধান ডাকঘরে পাওয়া যাবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদফতরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত