স্মাট বাংলাদেশ গড়েতে নৌকায় ভোট দিন: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৭
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মাট বাংলাদেশ গড়েতে নৌকায় ভোট দিন। জাতিরপিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। বিশ্ব দরবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ কে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। উন্নয়নের ধরা অব্যাহ রাখতে নৌকায় ভোট দিন।
শুক্রবার কাউনিয়া দ্বি মুখী বালিকা উচ্চ বিদ্যালয় সরদার আব্দুল হাকিম হল রুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মূলক নির্বাচনে মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, প্রধান শিক্ষক আইয়ুব আলী, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী হাছনা পারভীন মুক্তি প্রমুখ। বক্তারা টিপু মুনশি এমপি কে পুনঃরায় নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করে প্রধানমন্ত্রী কে এই আসনটি উপহার দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত