স্বেচ্ছাসেবীর দেওয়া রক্ত বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

  গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১৮:৪৯ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০০:৫৫

স্বেচ্ছাসেবীদের স্বেচ্ছায় দেওয়া রক্ত বিক্রি করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এমন এক অভিযোগে বিভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যরা হাসপাতালের সামরে রাস্তায় বিক্ষোভ করেন। শুক্রবার (১৮ মার্চ ) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা নিউ পদ্মা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবীর দেওয়া রক্ত রোগীর কাছে ছয় হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসপাতালের সামনে স্থানীয় বিভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যরা বিক্ষোভ করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা ওই হাসপাতালের সামনে শতাধিক লোকজন রক্ত বিক্রির প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা এ ঘটনার বিচার দাবি করে হাসপাতালের সামনের সড়কে মিছিল করেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার ওই হাসপাতালে পিয়া নামের এক নারীর সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এ জন্য ওই নারীর বি নেগেটিভ রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে ওই নারীর স্বামী রক্তের ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এক ব্যাগ রক্তের জন্য প্রথমে সাত হাজার টাকা দাবি করে। পরে ওই রক্ত ছয় হাজার টাকায় বিক্রি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিপ্লব চন্দ্র সরকার নামের এক স্বেচ্ছাসেবী বিনা মূল্যে ওই রক্তদান করেছিলেন।  বিপ্লব চন্দ্র সরকার বলেন, ওই হাসপাতালের মালিক মো. শাহাবুদ্দিন তাঁকে ফোন করে জানান, একজন দরিদ্র রোগীর জন্য এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। পরে বেলা সোয়া তিনটার দিকে তিনি ওই হাসপাতালে গিয়ে রক্ত দান করেন। এর বিনিময়ে তিনি কোনো অর্থ নেননি। বিনা মূল্যে দেওয়া রক্ত এভাবে বিক্রি হওয়া খুবই দুঃখজনক।

রক্ত বিক্রির বিষয় ওই নারীর স্বামীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রক্তদাতা সংগঠনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। রক্তদাতা সংগঠন সিএইচবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ প্রধান বলেন, গাজীপুর ও আশপাশের ৩০টি রক্তদাতা সংগঠনের লোকজন এ ঘটনার প্রতিবাদ করতে হাসপাতালের সামনে এসেছেন। স্বেচ্ছায় রক্তদাতারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

অভিযোগের বিষয়ে নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন মো. শাহাবুদ্দিন মুঠোফোনে রক্ত বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের খরচ বাবদ ছয় হাজার টাকা জমা নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ সঠিক নয়।  

স্বেচ্ছাসেবী সংগঠন সি এইচ বি এর দান করা রক্ত ৬ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ এবং এ কাজের প্রতিবাদ করায় সংগঠনের ৩ সদস্য লাঞ্চিত হওয়ার ঘটনায় নিউ পদ্মা হাসপাতালের কর্তৃপক্ষের শাস্তির দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করে সি এইচ বির সদস্যরা।

পরে থানা পুলিশের সহায়তায় তাদের সড়িয়ে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। এক পর্যায়ে শ্রীপুর নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত