স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে আমির হামজা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২১, ২১:৪৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:২২

জাতীয় সংসদ ভবনে ‘তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার’ মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় তিনি সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার মামলায় স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত