স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডঃ আবু ইউসুফ ফকির করোনা মুক্ত
প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ০৮:১৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লৌহজং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ আবু ইউসুফ ফকির করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বাসা ও ঢাকা ম্যডিকেল কলেজে চিকিৎসা শেষে শনিবার করোনা মুক্ত হলেন। তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
এরআগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য ও শিক্ষা) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির করেনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বুধবার জানান, মঙ্গলবার করোনা পজিটিভ হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত