স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে সাপে দংশন, মেডিকেলে চিকিৎসা নিয়ে প্রাণে রক্ষা
প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৯:৪১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
কাউনিয়ায় ১৮ দিন পূর্বে সাপের কামড়ে স্বামী ফিরোজ মিয়ার মৃত্যুর পর বৃহস্পতিবার বিকালে স্ত্রী ইসরাত জাহান (২৪) কে বাড়ীর উঠানে সাপে কামড় দেয়। তবে স্বামীর মতো ওঝা-কবিরাজের কাছে গিয়ে ঝাড়-ফুঁক না করে সোজা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যান স্ত্রী। বর্তমানে সে শংঙ্কা মুক্ত।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া গত ৩১ মে রাতে স্থানীয় মানাস নদীতে মাছ ধরতে গেলে সাপে কামড় দেয়। সে মেডিকেলে চিকিৎসা না নিয়ে ওঝা- কবিরাজের কাছে গিয়ে ঝাড়-ফুঁকের চিকিৎসা নেয়। রাতভর ওঝা কবিরাজ ঝাড়-ফুঁক করে সাপের বিষ শরীর থেকে নামাতে না পারলে ফিরোজ কে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এ ঘটনার ১৮ দিন পর বৃহস্পতিবার বিকালে স্ত্রী ইসরাত জাহান বাড়ীর উঠানে খড়ের পালা সারাতে গেলে তাকেও সাপে দংশন করে। সে সাথে সাথে বিষয়টি তার বাবাকে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে এসে তার কন্যাকে এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সাপের কামড়ের টিকা প্রদান সহ প্রয়োজনীয় চিকিৎসায় ইসরাত জাহান সুস্থ হয়ে শুক্রবার দুপুরে বাড়ীতে ফিরে আসেন। সে এখন শঙ্কা মুক্ত।স্বামীর মত ভুল না করায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় স্ত্রী ইসরাত জাহান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত