স্বাধীন বাংলাদেশ 

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১১:৫৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬

রুদ্র অয়ন  
----------------


বাঙালিরা নিপীড়িত হয়
পাক বাহিনীর হাতে,
অসংখ্য মানুষ যে মারে
পঁচিশে মার্চ রাতে।

দমন পীড়নে বাঙালিরা
হারায় মুখের ভাষা,
সে সময় মুজিব দেখান
স্বাধীনতার আশা।

বাংলার দামাল ছেলেরা
ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে,
প্রাণের মায়া ভুলে গিয়ে
দেশকে রাখে ঊর্ধ্বে।

শহর গ্রাম সবখানেতে
আন্দোলনের ঢল,
বাধ্য হয়ে পরাজিত হয়
পাকবাহিনীর দল।

এভাবেই আমরা পেলাম 
স্বাধীন বাংলাদেশ,
বজায় থাকুক ধর্ম বর্ণের
সম্প্রীতিময় রেশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত