স্বাধীনতা বিরোধীদের সাথে এখনও যুদ্ধ চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৬:০০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৩৭

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। 

জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাধীনতা বিরোধীদের সাথে এখনও যুদ্ধ চলছে। ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখযুদ্ধ শেষ হলেও দেশের ভিতরের স্বাধীনতা বিরোধীদের যুদ্ধ চলমান। স্বাধীনতা বিরোধীরা সব সময়ে ষড়যন্ত্র করে চলেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলোকে ঐক্যেবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ২৫ মার্চ কাল রাত্রীতে দেশের বুদ্ধিজীবিদের মেরে দিয়ে এদেশকে দীর্ঘদিনের জন্য পিছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গ বন্ধুরমত আর্দশিক নেতার আহবানে দেশের সকল শ্রেনি পেশার মানুষ ঐক্যেবদ্ধভাবে লড়াইয়ে নামলে তারা পরাজিত হয়। কিন্তু তাদের সঙ্গীরা এখনও এদেশে রয়ে গেছে। তারাই বিভিন্ন সময়ে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্তর য়েছে। এ ব্যাপারে দেশের নাগরিকদের  সজাগ থাকার আহবান জানান তিনি।  

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের স ালনায় অন্যান্যের মধ্যে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত