স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৮:৫৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ সোমবার হেলথ্ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে নানা রোগের চিকিৎসাপত্র দেওয়া হয়। এ সময় রক্তের গ্রæপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার মাপা হয়। উপজেলা মোড় হেলথ্ কেয়ার ভবনে বিভিন্ন বিভাগের ৮জন চিকিৎসক দিয়ে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ। হেলথ্ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক মোক্তার হোসেনের স ালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ¦ আব্দুল মতিন হাওলাদার, বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য জোটের মহাসচিব জাহাঙ্গীর খান, লেখক সামছুল হক, এডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত