স্বাধীনতা এইতো এমন 

  মোঃ কামরুল হাসান ফেরদৌস

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:৩৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪

স্বাধীনতা এইতো –যেথা সুখে দুঃখে সবাই সমান, 
স্বাধীনতা এইতো –যেথা সবার মুখে হাসি ও গান । 
স্বাধীনতা এইতো –যেথা বড়ো ছোট কেউ কারো নয়  
স্বাধীনতা এইতো –যেথা সসন্মানে সকলে রয় ।  

স্বাধীনতা এইতো –কাজে সবাই মানে নিয়ম নীতি  
স্বাধীনতা এইতো –খতম দুর্নীতি ঘুষ আত্মপ্রীতি। 
স্বাধীনতা এইতো –স্বদেশ এগিয়ে চলে স্বপ্ন চূড়া 
স্বাধীনতা এইতো –যেথা মুক্তি-চেতন হৃদয় ভরা ।  

স্বাধীনতা এইতো –যেথা শান্তিনিলয় যৌথ-জীবন   
স্বাধীনতা এইতো –যেথা উড়ছে প্রীতির বিজয় কেতন।  
স্বাধীনতা এইতো –যেথা দুষ্ট দমন শিষ্ট পালন  
স্বাধীনতা এইতো –যেথা সুনীতি ও শিক্ষা লালন । 

স্বাধীনতা এইতো – সবে স্বাধীনতার মুল্য বুঝে  
স্বাধীনতা এইতো –সবে পায় নিজেদের সুপথ খুঁজে।   
স্বাধীনতা এইতো – চলা যায় যেখানে মুক্ত পথে    
স্বাধীনতা এইতো – বলা যায় যেখানে আপন মতে।   

স্বাধীনতা এইতো –যেথা আমলা জনসেবায় রত, 
স্বাধীনতা এইতো –যেথা কাজ ও বেতন সুসঙ্গত।  
স্বাধীনতা এইতো –যেথা সুধর্ম ও নৈতিকতা
স্বাধীনতা এইতো –যেথা সুস্থ সতেজ আমজনতা।  


স্বাধীনতা এইতো –যেথা কাব্য লেখা মুক্ত মনে
স্বাধীনতা এইতো –যেথা মিত্রতা হয় সবার সনে।
স্বাধীনতা এইতো –যেথা সুরক্ষিত রয় অধিকার
স্বাধীনতা এইতো –যেথা ন্যায় সমরে জয় জনতার । 

স্বাধীনতা এইতো –যেথা তথ্য পেতে নেই ঝামেলা  
স্বাধীনতা এইতো –যেথা সত্য পথে যায় কাফেলা। 
স্বাধীনতা এইতো –যেথা কথার সাথে কাজের মিল 
স্বাধীনতা এইতো –যেথা ভালো কাজে মতের মিল।    

স্বাধীনতা এইতো –যেথা জাগ্রত রয় যুবসমাজ 
স্বাধীনতা এইতো –যেথা ব্যর্থতা নয় সাফল্য আজ।   
স্বাধীনতা এইতো –নারী পূজ্যা যেথা মায়ের মতো
স্বাধীনতা এইতো –কড়ি পুণ্য পথে হয় আগত।  

স্বাধীনতা এইতো –যেথা মুক্তি-সমর অব্যাহত  
স্বাধীনতা এইতো –যেথা সকল রিপু পদানত।   
স্বাধীনতা এইতো –যেথা প্রকৃতি রয় অবিকৃত 
স্বাধীনতা এইতো –যেথা এসডিজি হয় সুসংহত।  

স্বাধীনতা এইতো –যেথা শংকাবিহিন পথ চলা যায় 
স্বাধীনতা এইতো –যেথা শুভার্থীদের মত মিলে যায়। 
স্বাধীনতা এইতো – সবার স্বদেশ প্রীতির সুধায় ভরা
স্বাধীনতা এইতো – স্বদেশ গড়তে সবাই দিচ্ছে সাড়া।

স্বাধীনতা এইতো – সবে উজ্জীবিত ঐক্য পথে   
স্বাধীনতা এইতো – সবে ধায় আলোকে আঁধার হতে।  
স্বাধীনতা এইতো – কারো ধরতে না হয় ছদ্মবেশ 
স্বাধীনতা এইতো – কারো উচিত কথায়  হয় না ক্লেশ। 

স্বাধীনতা এইতো –যেথা উত্তরণে নয় বাঁধা আর 
স্বাধীনতা এইতো –যেথা উন্নয়নে আবাধ জোয়ার।  
স্বাধীনতা এইতো –যেথা ঘৃণ্য সদা রয় রাজাকার 
স্বাধীনতা এইতো –যেথা মুক্তিসেনা হৃদয় সবার।  

স্বাধীনতা এইতো –যেথা উগ্রবাদের ছোঁয়া নেই,  
স্বাধীনতা এইতো –যেথা মৌলবাদের ধূঁয়া নেই। 
স্বাধীনতা এইতো –যেথা চিত্তে কারো নেই দহন 
স্বাধীনতা এইতো –যেথা চন্দ্রকলায় নেই গ্রহণ।     

স্বাধীনতা এইতো –যেথা দস্যি-দানোর  নেই পরব  
স্বাধীনতা এইতো – যেথা অহংকার ও নেই গরব । 
স্বাধীনতা এইতো –যেথা বন্ধু হৃদয় মুক্ত গগন    
স্বাধীনতা এইতো –যেথা সবাই কবি সবাই সুজন ।  
স্বাধীনতা এইতো যেথা তৈরী সবাই যুদ্ধে যেতে
স্বাধীনতা এইতো যেথা বৈরী তাড়ায় স্বদ্বেশ হতে।
স্বাধীনতা এইতো যেথা মুক্তি সমর দেয় চেতনা 
স্বাধীনতা এইতো যেথা শহীদ গাজি প্রাণ প্রেরণা।

স্বাধীনতা এইতো যেথা হৃদয় আঁকা জাতির পিতা  
স্বাধীনতা এইতো যেথা সৃষ্টিমুখর বীর জনতা 
স্বাধীনতা এইতো যেথা অপশক্তির নাই নিশানা 
স্বাধীনতা এইতো যেথা আমরা সবাই মুজিব সেনা। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত